Header Ads

Header ADS

Internet থেকে Software Download করা কতটা Safe!

কম বেশি আমরা Virous / Malware এর সাথে পরিচিত। Vartual যগৎতে Malware (Malicious Software) একটি কমন বিষয়। কিন্তু যে এর আক্রমনের শিকার হয় সেই বুঝতে পারে এটি কতটা ভয়াবহ হতে পারে।

*Malware কী?
Malware হচ্ছে কম্পিউটার ভাইরাস, এর মধ্যে কমন কিছু Malware হচ্ছে Worms, Trojan horses এবং Spyware. এই প্রোগ্রামগুলি বিভিন্ন ধরণের কাজ যেমন চুরি, এনক্রিপ্ট করা বা মুছে ফেলা, কোর কম্পিউটিং ফাংশনগুলি পরিবর্তন করা বা হাইজ্যাকিং এবং তাদের অনুমতি ব্যতীত ব্যবহারকারীর কম্পিউটার ক্রিয়াকলাপ পর্যবেক্ষণ করা বিভিন্ন ধরণের কাজ সম্পাদন করতে পারে।

 *আক্রমনের কারণ?
 বিভিন্ন কারনে আমাদের কম্পিউটার Malware দ্বারা আক্রান্ত হতে পারে। তবে বেশিভাগ ক্ষেত্রেই দেখা যায় আমাদের অজ্ঞতা বশত Malware দ্বারা আক্রান্ত হচ্ছি, সাইবার আক্রমন, শত্রুতা ইত্যাদি কারনই বেশি লক্ষ করা যায়। তথ্য চুরি থেকে শুরু করে ফাইল মুছে দেয়া এবং ফাইল এনক্রিপ্ট এর মত ঘটনা ঘটতে পারে। Malware প্রতিষ্ঠারা আপনার ফাইল ফেরত দেয়ার বিনিময়ে বিশাল অংকের টাকা দাবি করতে পারে, Blackmail এর মত ঘটনা ঘটতে পারে।



*Malware Attack থেকে বাঁচতে করণীয়!
  • যত্রতত্র থেকে Software ডাউনলোড করা বা Install থেকে বিরত থাকা। বেশিভাগ ক্ষেত্রেই ইউজার এগ্রিমেন্ট না দেখেই Software Install করা এবং Software-টি ট্রাস্টেট কিনা তা চেক না করেই Install করা। 
  • Free Software ব্যাবহার করার প্রবনতা। অনেক সময়ই Malware নির্মাতারা Free ট্যাগ ব্যবহার করে ফাঁদে ফেলে।
  • বিভিন্ন Website ব্যাবহার করার ক্ষেত্রে সচেতন হওয়া। অনেক সময় সাইট ভিজিট করতে গেলে বিভিন্ন ধরনের পারমিশন চায় সেক্ষেত্রে তা এগ্রি করার আগে আমি তাদেরকে কি ধরনের পারমিশন দিচ্ছি তা যাচাই-বাছাই করে দেখা।
  • কোন ফাইল ইনেস্টল করার আগে স্ক্যান করে নেয়া যাতে বোঝা যায় Malware আছে কিনা।
  • ভাল মানের Anti-Virous Software ব্যবহার করা।   
  • উইনডোজ আপডেট রাখা এবং ফায়ার ওয়াল, উইনডোজ ডিফেন্ডার অন রাখা। 
 তবে সব থেকে ভাল হয় যদি Software গুলি একটি ট্রাষ্টেট সাইট থেকে সংগ্রহ করা যায়। তবুও যতটা সম্ভব সেইফ ব্যবহার এর মাধ্যমে Malware থেকে দূরে থাকা যায়। 

*কোথা থেকে প্রয়োজনীয় Software গুলো সংগ্রহ করতে পারবেন!
  1. BrotherSoft (www.brothersoft.com)
  2. Softonic (www.softonic.com)
  3. Freeware Files (www.freewarefiles.com)
  4. FileHippo (www.filehippo.com)
 

1 comment:

  1. Internet থেকে Software করা কতটা Safe! - Your Best It Partner >>>>> Download Now

    >>>>> Download Full

    Internet থেকে Software করা কতটা Safe! - Your Best It Partner >>>>> Download LINK

    >>>>> Download Now

    Internet থেকে Software করা কতটা Safe! - Your Best It Partner >>>>> Download Full

    >>>>> Download LINK

    ReplyDelete

Powered by Blogger.