How to Clean C Drive! / How to Free Up Hard Disk Space On Windows!
Drive এ প্রতিনিয়ত নতুন নতুন ফাইল জমা হতে থাকে এক সময়ে Storage Full হয়ে যায়। এ
অবস্থায় অপ্রয়োজনীয় ফাইলগুলো মুছে ফেলার দরকার পরে। আজকে আমরা এমন কিছু পদ্ধতি
জানবো যার মাধ্যমে Drive থেকে কিছু জায়গা উদ্ধার করা যায়।
Step 1: Uninstall Unnecessary Applications
আপনার পিসিতে সম্ভবত এমন কিছু অ্যাপ্লিকেশন এবং প্রোগ্রাম রয়েছে যা আপনি
ব্যবহার করেন না অথবা অ্যাপ্লিকেশনগুলি আপনি ইনস্টল করেছেন কিন্তু ভুলে গেছেন।
এমন সব অ্যাপ্লিকেশন Uninstall করতে Settings System > Apps & features.
এই মেনু থেকে কোন অ্যাপ আনইনস্টল করতে অ্যাপ্লিকেশনটি ক্লিক করুন এবং তারপরে
আনইনস্টল ক্লিক করুন।
Step 2: Empty the Recycle Bin
আপনি যখন আপনার পিসি থেকে ফাইল এবং ফটোগুলির মতো আইটেমগুলি মুছবেন তখন সেগুলি
সঙ্গে সঙ্গে ডিলেট না হয়ে তা Recycle Bin ফাইলে ট্র্যান্সফার হয় এবং
আপনার C Drive এর মূল্যবান জায়গা নষ্ট করে। নির্দিষ্ট সময় পর পর Recycle Bin
খালি করা জরুরি। Recycle Bin খালি করার জন্য Recycle Bin ফাইলের উপর ডান ক্লিক
করুন এবং Empty Recycle Bin অপশনে ক্লিক করুন।
Step 3: Run Disk Cleanup
Windows সার্চ বার থেকে সার্চ করুন Disk Cleanup এবং ওপেন। একটি পপআপ মেনু
আসবে, সেখন থেকে ড্রাইভের যে পার্টিশন ক্লিন করবেন তা সিলেক্ট করেন। Clean up
system files এ ক্লিক করে আবার ওকে করতে হবে। পপআপ উইনডো থেকে অপ্রয়োজনীয়
ফাইল/ফোল্ডার সিলেক্ট করে ওকে প্রেস করলে ক্লিন প্রসেস শুরু হবে। এতে করে
পুরাতন Windows Update File, Thumnails, Temporary files, Temporary internet
files ক্লিন করা যাবে।
Step 4: Clean Recent & Temporary Files
Computer প্রয়োজনে কিছু Temporary File ক্রিয়েট করে যা কাজটি শেষ হয়ে গেলেও C Drive এ থেকে যায়। এমন ফাইল জমে প্রচুর Space নষ্ট করে। তাই নির্দিষ্ট সময় অন্তর File গুলো Remove করে দেয়া ভালো। এর জন্য Windows + R এর পরে টাইপ করতে হবে temp / %temp% / recent এবং Ok প্রেস করতে হবে, একটি Folder ওপেন হবে Ctrl + A দিয়ে সবগুলো ফাইল সিলেক্ট করে Delete. কিছু File / Folder ডিলেট না হতে চাইলে তা Skip করে দিতে হবে।
Search temp / %temp% / recent |
Select all and delete |
Skip this step |
Step 5: Use Cloud Storage
প্রয়োজনীয় ফাইল Cloud Storage এ সংরক্ষণের মাধ্যমে ড্রাইভের স্পেস ফাকা রাখা যায়।
বর্তমানে জনপ্রিয় কিছু Cloud Storage হচ্ছেঃ
No comments