Header Ads

Header ADS

How to Make Your Computer Faster!

Step 1: High Performance Power Plan
কম্পিউটারে ডিফল্ট সেটিং হিসেবে ব্যালেন্সড পাওয়ার প্লান সিলেক্ট করা থাকে যা আপনার কম্পিউটারে পাওয়ার ইউজকে অপটিমাইজ করে। কম্পিউটারে সেটিং অপশনে গিয়ে High Performance পাওয়ার প্লান সিলেক্ট করে নিতে হবে এর জন্য আপনাকে
Settings > System > Power & Sleep > Additional Power Settings > High Performance > Change Plan Settings > Change Advanced Power Settings

High Performance Power Plan, computer faster, it partner bd,

Hard disk (Turn off hard disk after : 0), Processor power management (Minimum processor state : 0) এপ্লাই এবং ওকে।

Step 2: Defragment And Optimize Drivers
নিয়মিত ড্রাইভ অপটিমাইজ করলে ব্যাড সেক্টর সহ ড্রাইভের হেলথ ভালো রাখা সম্ভব। এর জন্য আপনাকে উইন্ডোজের সার্চ অপশনে গিয়ে টাইপ করতে হবে Defragment And Optimize Drivers
Defragment And Optimize Drivers  > Select C Drive > Optimize

Defragment And Optimize Drivers, make fast computer, it partner bd


Step 3: Delete Temporary/Unnecessary Files
অপ্রয়োজনিয় ফাইল মুছে ফেলার মাধ্যমে সিস্টেম লস রোধ করা যায়। টেম্পরারি ফাইল গুলো তৈরি হয় সাময়িক সময়ের জন্য কিন্তু ফাইল গুলো নিজে থেকে মুছে যায় না, যার ফলে তা ম্যানুয়ালি ডিলিট করতে হয়। টেম্পরারি ফাইল গুলো সিস্টেমকে হেভি করে ফেলে এবং অনেক স্পেস নষ্ট করে। নির্দিষ্ট সময় পরপর এই ফাইল গুলো মুছে ফেলা প্রয়োজন। এর জন্য
Windows + R > temp > Ok
Windows + R > %temp% > Ok
Windows + R > recent > Ok

Delete Temporary, Unnecessary Files, computer faster, it partner bd


সবগুলো ফাইল সিলেক্ট করে ডিলেট করতে হবে (কিছু ফাইল ডিলেট হতে না চাইলে তা স্কিপ করতে হবে)। শেষে রিসাইকেল বিন ক্লিয়ার করতে হবে।


Step 4: Disk Cleanup
উইন্ডোজের সার্চ অপশনে গিয়ে টাইপ করতে হবে Disk Cleanup. সেখান থেকে C Drive সিলেক্ট করে অপ্রয়োজনীয় ফাইল গুলো টিক মার্ক দিয়ে Clean up system files এ ক্লিক করতে হবে।

Disk Cleanup, computer faster, it partner bd



Bonus Tip:
  • অপ্রয়োজনীয় Application Uninstall করা।
  • PC Cleanup / Ram Cleanup / Free Antivirus Install করা থেকে বিরত থাকা, কারণ এর উপকারিতার থেকে অপকারিতাই বেশি।
  • PC Driver Up to date রাখা।
  • নিয়মিত ইন্টারনেট ব্যবহারে সচেতন থাকা।
  • প্রয়োজন অনুযায়ী হার্ডওয়ার আপডেট করা (RAM/SSD)।
  • কুলিং ফ্যানের কারণে কম্পিউটারে ধুলা জমে, নির্দিষ্ট সময় পর পর তা ক্লিন করা।
  • C Drive এ ভারী ফাইল না রাখা (Software ব্যাতীত)।   



No comments

Powered by Blogger.