Normal Pendrive কে Bootable Pendrive এ কনভার্ট করার পদ্ধতি!
খুব সহজেই Pen Drive দ্বারা Windows দেয়া সম্ভব। এর জন্য প্রয়োজন একটি Bootable Pendrive. আজকে আমরা জানবো কীভাবে একটি নরমাল Pendrive কে Bootable Pendrive এ রূপান্তর করা যায়।
এর জন্য আমাদের প্রয়োজন হবে একটি Pendrive (Minimum 8GB), ISO/Image File এবং Rufus Software. আমি Rufus বেছে নিচ্ছি কারণ এটি ব্যবহার করা অনেক সহজ। প্রথমে আমরা Software Download করে নেব এবং Pendrive থাকা প্রয়োজনীয় ফাইল থাকলে তা সরিয়ে রাখব।
Step 1: Rufus Software Install এবং Pendrive টি কম্পিউটারের সাথে কানেক্ট করে নেব। Software ওপেন করলে পিকচারের মত করে একটি ইন্টারফেস দেখা যাবে, যেখানে আপনার Pendrive সিলেক্ট অবস্থায় দেখতে পাবেন।
Step 2: Boot selection থেকে SELECT ক্লিক করে ISO File সিলেক্ট করে নেব।
Step 3: Partition scheme থেকে কম্পিটারের স্টোরেজ টাইপ অনুসারে GPT অথবা MBR সিলেক্ট করে নেব। প্রয়োজন হলে আগেই Partition scheme GPT না MBR আছে তা দেখে নেয়া ভালো।
Step 4: বাকি সেটিংস গুলো একই থাকবে, চাইলে Volume label থেকে Pendrive এর একটি নাম দেয়া যেতে পারে (Windows 10 / Bootable Pendrive etc). START বাটনে ক্লিক করলে বুট শুরু হবে। Pendrive Bootable হতে ৫ থেকে ৭ মিনিট সময় নিতে পারে। Boot হয়ে গেলে CLOSE এ ক্লিক করে বেরিয়ে আসতে হবে।
Bootable Pendrive কে নরমাল Pendrive হিসেবে ব্যবহার করার পূর্বে অবশ্যই Format দিতে হবে।
ভিডিওতে বিস্তারিত বিবরণ সহ Normal Pendrive কে Bootable Pendrive এ কনভার্ট করার পদ্ধতি দেয়া হলঃ-
Normal Pendrive কে Bootable Pendrive এ কনভার্ট করার পদ্ধতি! - Your Best It Partner >>>>> Download Now
ReplyDelete>>>>> Download Full
Normal Pendrive কে Bootable Pendrive এ কনভার্ট করার পদ্ধতি! - Your Best It Partner >>>>> Download LINK
>>>>> Download Now
Normal Pendrive কে Bootable Pendrive এ কনভার্ট করার পদ্ধতি! - Your Best It Partner >>>>> Download Full
>>>>> Download LINK