Header Ads

Header ADS

বাংলা টাইপিং সফটওয়্যার

কম্পিউটারে বাংলা টাইপ করার জন্য আলাদা সফটওয়্যার দরকার হয়। চাহিদা অনুসরে অনলাইনে বিভিন্ন ধরণের টাইপিং সফটওয়্যার  পাওয়া যায়, তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় কিছু সফটওয়্যার হল

বিজয় বায়ান্নো-  এটি একটি পেইড সফটওয়্যার। সফটওয়্যারটি কেনার পরে ইনেস্টল করা যাবে। অফিস-আদালত থেকে শুরু করে প্রায় সকল ক্ষেত্রেই এই কিবোর্ড ব্যবহার হয়ে থাকে। ব্যবহারের ক্ষেত্রে এর প্রধান্য খুব বেশি। আইসিটি মন্ত্রী মোস্তফা জব্বার এই কীবোর্ডের প্রতিষ্ঠাতা। বিজয় কীবোর্ড লেআউট দেখতে এই রকম


বিজয় কীবোর্ডের সর্বশেষ আপডেট ইউনিকোড সংযোজন, যার ফলে টাইপ করা আরো সহজ এবং দ্রুততর হবে।




অভ্র কীবোর্ড- বিজয়ের পাশাপাশি অন্য একটি জনপ্রিয় সফটওয়্যার হচ্ছে অভ্র। এর মূল থিম হল ইংরেজির মাধ্যমে বাংলা টাইপ করা। যা বিজয়ের থেকে সহজ সাধ্য। এর অন্যতম সুবিধার দিক হচ্ছে কীবোর্ড মনে না রেখেও দ্রুত টাইপ করা যায়। এটি একটি ফ্রি সফটওয়্যার, ডাউনলোড করে যে কেউ এই সফটওয়্যারটি ব্যবহার করতে পারবে।







    No comments

    Powered by Blogger.