Header Ads

Header ADS

কখন কম্পিউটার রিস্টার্ট দিতে হয়?

কম্পিউটার রিস্টার্ট না করলে কী হবে?  প্রত্যেকটি প্রোগ্রাম ইন্সটল করার পরে অবশ্যই আপনাকে কম্পিউটার রিস্টার্ট করতে হবে! এ ধারণা কতটুকু সত্য?



আজকে আমরা কম্পিউটার রিস্টার্টের প্রয়োজনীয়তা সম্পর্কে জানবো।
 
বাস্তবিকভাবে, প্রায় বলতে গেলে ৯০ শতাংশ সময়ে প্রোগ্রাম ইন্সটল করার পরে প্রোগ্রাম থেকে পিসি রিস্টার্ট করতে বললেও তা করার প্রয়োজন নেই।

তবে কিছু ব্যাপারে সত্যিই রিস্টার্ট করার প্রয়োজন পড়ে- অনেক সময় সফটওয়্যার ইন্সটল করার পরে নতুন সফটওয়্যারটির কিছু ফাইল মডিফাই করার প্রয়োজন পড়ে। যা অন্য প্রোগ্রাম আহে থেকেই ব্যবহার করে লক করে রেখেছে, সেটিতে অ্যাক্সেস পাওয়ার জন্য পিসি রিস্টার্ট করার প্রয়োজন পড়তে পারে।

তবে পাঁচ শতাংশ বার এরকম প্রয়োজন পড়তে পারে। তাই নতুন যে কোনো প্রোগ্রাম ইন্সটল করার পরে আরামে পিসি ব্যবহার করতেই থাকুন, বিশ্বাস করুন কিছুই হবে না এবং আপনার কম্পিউটার আগের মতই চলবে।

আরো পড়ুন- Internet থেকে Software Download করা কতটা Safe!

No comments

Powered by Blogger.