Header Ads

Header ADS

কম্পিউটারের কিছু সর্ট-কাট কি (Key)

দৈনন্দিন জীবনে কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে কিছু সর্ট-কাট কি জানা থাকা প্রয়োজন, এতে করে আপনি অনেক সমস্যার সমাধান করতে পারবেন এবং অনেক প্রোগ্রাম ব্যবহার করা আরো সহজ হবে। তবে জেনে নেয়া যাক এমন কিছু সর্ট কি -


typing short cut


  • Ctrl + a : সমস্ত ফাইল একত্রে সিলেক্ট করতে ।  
  • Ctrl + c : ফাইল কপি করতে।
  • Ctrl + v : কোথাও ফাইল পেস্ট করতে।
  • Ctrl + x : ফাইল কাট করতে।   
  • Ctrl + s : যেকোন আনসেইভ ফাইল সেইভ করতে।  
  • Ctrl + z : Undo (পূর্ববর্তী মুছে ফেলা ফাইল ফিরিয়ে আনতে)
  • Ctrl + y : Redo (পূর্ববর্তী ফাইলকে মুছে ফেলে বর্তমান ফাইল কে ফিরিয়ে আনতে)
short cut key

  • Ctrl + Shift + Esc : টাস্ক ম্যানেজার (Task Manager) ওপেন করতে। 
  • Ctrl + Shift + F : লেখার ফ্রন্ট (Font) পরিবর্তন করতে। 
  • Ctrl + f : সার্চ ডায়লোগ বক্স। 
  • Alt + F4 : চলমান ফাইল / সফটওয়্যার বন্ধ করতে।  
  • Window key + r : ওপেন রান প্রোগ্রাম। 
  • Alt + PrintSc : স্ক্রিন সট(Screenshot) নেবার জন্য।


  • F5 : উইন্ডোজ রিফ্রেস কি।
  • Alt + Tab : কম্পিউটারে ওপেন থাকা সব গুলো ট্যাব প্রদর্শনের জন্য অথবা চলমান দুটি Software Switch করার জন্য। 
  • Windows key + d : চলমান সকল ট্যাব মিনিমাইজ(Minimise) করার জন্য। 
  • Ctrl + p : Print preview of the page or document.



No comments

Powered by Blogger.