Header Ads

Header ADS

Use of Keyboard Function Keys (F1 to F12)

প্রত্যেক কিবোর্ডের প্রথম সারির F1 থেকে F12 থাকা কি গুলোকে Function Key বলা হয় (Fn স্পেশাল কি)। প্রতিটি ফাংশন কী আলাদা আলাদা কমান্ড সরবরাহ করে, এই কিগুলি Alt এবং Ctrl কমান্ড Key এর সাথে একত্রে দরকারী কীবোর্ড শর্টকাট তৈরি করতে পারে। এই পোস্টে, আমরা এই ফাংশন কীগুলি  কীভাবে কাজ করে তা নিয়ে আলোচলা করবো। 

Use of Keyboard Function Keys

 

এই F1 থেকে F12 ফাংশন কীগুলি ছাড়াও, আপনার কীবোর্ডের Ctrl Key এর পাশে একটি Fn Key রয়েছে। Fn কী বিশেষ ফাংশন কীগুলি সক্রিয় করতে ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ, Fn এবং F1 Key একত্রে প্রেস করলে ল্যাপটপের টাচ-প্যাড On/Off করা যায়। ফাংশন কীগুলি বিভিন্ন প্রোগ্রামে আলাদাভাবে কাজ করে।


তবে জেনে নেয় যাক F1 to F12 এর কাজগুলি: 

F1 Key

  • যেকোনো প্রোগ্রামে হেল্প কী হিসেবে কাজ করে।
  • Windows + F1: Microsoft Windows Support and Help Center ওপেন করে।
  • Ctrl + F1: Ms Office এর Task Pane ওপেন করে।
  • Shift + F1: Ms Word এর Format প্রকাশ করে।
  • Open BIOS or CMOS setup.

F2 Key

  • Rename Hotkey. ফাইল, ফোল্ডার অথবা আইকন সিলেক্ট করে প্রেস F2 to rename it.
  • Ctrl + F2: MS Word এ Print Preview দেখার জন্য।
  • Fn + F2: ভলিওম মিউট করার জন্য।
  • MS Excel এ একটিভ ফাইল সম্পাদনা করা যায়।
  • Open BIOS or CMOS setup.
  • Alt + Ctrl + F2: Open MS Office document library. 

F3 Key

  • কিছু প্রোগ্রামে সার্চ বার ওপেনের কাজ করে, যেমনঃ Google Chrome, Firefox and Microsoft Edge.
  • Shift + F3: MS Word এ Text Upper Case থেকে Lower Case নেয়া যায়।
  • Ctrl + F3: MS Word এ হাইলাইটেড text Lower Case নেয়া যায়।
  • কিছু প্রোগ্রামে নির্দিষ্ট কিছু সন্ধানের পরে পরবর্তি সার্চ ভেলু খুজে বের করতে F3 ব্যবহার করা হয়। 

F4 Key

  • Alt + F4: বর্তমান চলমান প্রোগ্রাম বন্ধ করতে।
  • Alt + F4: সকল প্রোগ্রাম বন্ধ অবস্থায় কম্পিউটার Shutdown/Restart/Sleep মুডে নিতে F4 ব্যবহার করা হয়।
  • কিছু প্রোগ্রামে ফুল স্ক্রিন করতে।
  • Ctrl + F4: মাইক্রোসফ্ট উইন্ডোজের সক্রিয় ট্যাবটি বন্ধ করে।

F5 Key

  • Browser বা Windows রিফ্রেসের কাজে।
  • Ctrl + F5: Website কে সম্পূর্ণ রিফ্রেশকে বাধ্য করে, ক্যাশে সাফ করে।
  • কোন ফোল্ডারে অনেকগুলো ফাইলকে সারিবদ্ধ করে।
  • PowerPoint এ স্লাইড-সো চালু করে।

F6 Key

  • Ctrl + Shift + F6: Opens another MS Word.
  • Cursor মুভ করে address bar এ। যেমনঃ  Internet Explorer, Mozilla Firefox, etc.
  • Fn + F6: কিছু ল্যাপটপে ব্রাইটনেস বাড়াতে সাহায্য করে।

F7 Key

  • সাধারণত Spell Check/ Grammer Check করার জন্য ব্যবহার করা হয়, যেমনঃ MS Word, Outlook, etc.
  • Shift + F7: Opens thesaurus in MS Word.
  • কিছু ল্যাপটপে স্পিকার বাড়াতে সাহায্য করে।

F8 Key

  • Windows startup menu প্রবেশের জন্য অথবা কম্পিউটার Safe Mode এ রান করার জন্য।
  • Takes you to Windows Recovery system at times.

F9 Key

  •  Refresh/update your document in MS Word.
  •  Send or receive email in MS Outlook.

F10 Key

  • Activates the menu bar of an open application.
  • Shift + F10: Works as right click option.
  • Open BIOS or CMOS setup on some computers.

F11 Key

  • Enter and exit fullscreen mode in all modern Internet browsers, like: Chrome, Firefox and Microsoft Edge.
  • Ctrl + F11: কিছু উইন্ডোজ ল্যাপটপে(Dell) লুকানো Recovery Option open করে। 
  • Alt + F11: Opens the Visual Basic Editor.

F12 Key

  • Open the 'Save as' window in MS Word.
  • Ctrl + F12: Opens your document in MS Word.
  • Win + F12: Saves your document in MS Word (like: Ctrl + S).
  • Open 'Inspect Element' in some web browsers.
  • Ctrl +Shift + F12: MS Word এর ডকুমেন্ট প্রিন্ট এর কাজে।
  • Access the list of bootable devices on your computer at startup, allowing you to select a different device to boot from (like: USB, CD, DVD, Hard Drive, etc). 



No comments

Powered by Blogger.