Header Ads

Header ADS

How to Set Up Your New Computer | Tips & Tricks

নতুন কম্পিউটার কীভাবে সাজবেন তা নিয়ে চিন্তিত? তাহলে এ পোস্টটি আপনার জন্য। নতুন কম্পিউটার নেবার পরে অনেকেরই ধারণা থাকে না যে কীভাবে সে তার কম্পিটারকে সাজিয়ে তুলবে বা ব্যবহার উপযোগী করে নেবে। যেমন আমার কোন Software প্রয়োজন, কোন Software প্রয়োজন নেই, কি করলে Computer Helth ভালো রাখা যায়, ইত্যাদি। নতুন ল্যাপটপ হোক বা ডেস্কটপ তা চাহিদা অনুযায়ী গুছিয়ে নিলে পরবর্তী বিরম্বনা থেকে মুক্তি পাওয়া সম্ভব। এসব বিষয় নিয়ে এই ব্লোগটি সাজানো হয়েছে, আমরা আজকে জানবো একটি নতুন কম্পিউটার Set Up করার পদ্ধতিগুলি।

set up computer


Step 1: Run Windows Update


Computer Set Up এর প্রথম কাজ হচ্ছে Windows Update করা/রাখা। এর জন্য প্রয়োজন Internet Connection, Computer Search বারে সার্চ করুন Update and security অথবা Settings > Update and security > Check for Updates. যতগুলো Update আসবে সবগুলো Install করতে হবে। একদম নতুন কম্পিউটারের ক্ষেত্রে ঘন্টা খানিক সময় লাগতে পারে।

Windows Update

Step 2: Turn On Computer Security / Windows Security / Virous & Threat Protection


Security On করা Set Up এর একটি গুরুত্বপূর্ণ অংশ। সব ধরণের Malware থেকে Computer কে রক্ষা করার কাজ করে থাকে Computer Security. বর্তমানে Windows Defender অনেকটাই শক্তিশালী। আমরা চাইলে McAfee, Norton, BitDefender, Kaspersky, ESET, Panda এর মত জনপ্রিয় Antivirous Protection software গুলো ব্যবহার করতে পারি।

Virous protectsion


Step 3: Uninstall Bloatware


Computer বিক্রেতারা কিছু Third-party Software Install করে দেয় (যেমনঃ Free Antivirous, Candy Crush, etc). এমন সব Application আপনার কম্পিউটারের মূল্যবান জায়গা দখল করে রাখে, যা অপসারণ করা জরুরি। এর জন্য আপনাকে Settings > Apps > Apps & Features থেকে অপ্রয়োজনীয় Application Uninstall করে দিতে হবে।

Bloatware


Step 4: Install Essential Apps and Programs 


প্রত্যেকটি কাজের জন্য দরকার হয় আলাদা আলদা Software. নতুন Set Up এর সময় সব গুলো Software একসাথে Intall করে নেয়াই ভালো কারণ প্রয়োজনের সময় কাঙ্খিত Software না পাওয়া গেলে বেশ বিড়ম্বনায় পড়তে হয়। এমন কিছু Software যা আমাদের সাধারণ ব্যবহারে দরকার হয়:

  • Internet Browser: Internet সার্ফিং এর জন্য ব্যবহৃত কিছু জনপ্রিয় Software:

    • Content Creator/Editor: টাইপিং, ডাটা এনালাজিং, প্রেজেন্টেশন অথবা Microsoft Office Application:
      • Microsoft Excel
      • Microsoft PowerPoint
      • Microsoft OneNote
      • Microsoft Outlook
      • Microsoft Publisher
      • Microsoft Access
      • Skype

      • Internet Download Manager: সরাসরি কোন ভিডিও/ওডিও ফাইল Download করার জন্য Internet Donwnload Manager ব্যবহার করা হয়, এর জন্য সব চেয়ে জনপ্রিয় Sofware হচ্ছে IDM.




              • Internet Security Sofware: Malware, Ransomware(Virous) নিয়ে যদি চিন্তিত থাকেন তবে একটি Antivirous Software Install করে নিতে পারেন। তবে ফ্রি Antivirous অথবা Crack Antivirous ব্যবহার করার থেকে Antivirous ব্যবহার না করাই ভালো। আপনি যদি ইন্টারনেট ব্রাউজিং এবং ফাইল শেয়ারিং এর ক্ষেত্রে সচেতন থাকেন তবে আপনার জন্য Windows Defender যথেষ্ট। চাহিদা এবং ব্যবহারের শির্ষে এমন কিছু Sofware হচ্ছে:

                •  File Extractor: কোন ফাইল Zip, Unzip করার জন্য Extractor ব্যবহার করা হয়, এর জন্য ব্যবহার করতে পারেন;

                  • Typing Software: বাংলা টাইপের জন্য সবচেয়ে জনপ্রিয় Software বিজয় - ৫২, তবে আপনি যদি ইউনি কোডে লিখতে পছন্দ করেন তবে Auvro Keybord ব্যবহার করতে পারেন।

                    • Remote Dextop: এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে Remotely Connect হবার জন্য Remote Dextop ব্যবহার করা হয়, এর জন্য;
                       

                    Step 5: Customize Computer


                    এর জন্য আপনাকে Windows Settiongs > Personalisation এ যেতে হবে, এখান থেকে আপনি Background, Colours, Lock screen, Themes, Fonts, Taskbar Customize করতে পারবেন।

                    Customize Computer


                    Step 6: Sign-in Option


                    Sign-in Option থেকে আপনার Computer Password Lock করতে পারবেন। এর জন্য আপনাকে Windows Settings > Accounts > Sign-in Option > Password যেতে হবে।

                    Computer Password


                    Step 7: Coputer Health


                    Computer Helth ঠিক রাখার জন্য নির্দিষ্ট অন্তর কিছু কাজ করা জরুরি, যেমন: Pc Update রাখা, Disk Clean-up, Defragment & Optimise Drives।
                       



                    2 comments:

                    1. This is also a very good post which I really enjoyed reading. It is not every day that I have the possibility to see something like this..


                      notepadplusplusdownload.com/everything-you-need-to-know-about-notepad


                      ReplyDelete
                    2. How To Set Up Your New Computer >>>>> Download Now

                      >>>>> Download Full

                      How To Set Up Your New Computer >>>>> Download LINK

                      >>>>> Download Now

                      How To Set Up Your New Computer >>>>> Download Full

                      >>>>> Download LINK AI

                      ReplyDelete

                    Powered by Blogger.