What is Cloud Storage? / Best Free Cloud Space / How to Get 50GB Cloud Storage for Free?
Cloud Storage হচ্ছে এক ধরণের অনলাইন সার্ভার যেখানে Data(Audio, Video, Text) জমা
রাখা যায়, যা চাইলেই যেকোন স্থান থেকে Access করা সম্ভব। Google Drive সবথেকে
জনপ্রিয় Cloud storage. Joseph Carl Robnett Licklider ১৯৬০ সালে সর্বপ্রথম Cloud
Storage এর ধারণা নিয়ে আসেন। Cloud storage এর সব থেকে বড় সুবিধা যেকোন স্থান,
ডিভাইস বা নেটওয়ার্ক থেকে আপনার ফাইলের Access নিতে পারবেন।
Cloud Storage ব্যবহার করা কতটা নিরাপদ?
আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে, এখানে ফাইল রাখা কতটা নিরাপদ! অবশ্যই তা নির্ভর
করে আপনার Account এর নিরাপত্তা কতটুকু তার উপরে। চিন্তার কোন কারণ নেই বর্তমানে
অধিকাংশ Cloud storage Two-Step-Verification রিকমান্ড করে। আপনি খুব সহজেই
Two-Step-Verification চালু করে নিতে পারবেন। আরো ভাবতে পারেণ যদি Server Hack
হয়? হা তা সম্ভব, তবে Company গুলো Data Security এর জন্য Data সরাসরি সংরক্ষণ না
করে তা Encrypt করে রাখে যা Dcrypt করার জন্য প্রয়োজন Encryption key যা খুবই সময়
সাধ্য ও পরিশ্রমের কাজ। আপনি যদি সেলিব্রিটি না হন তবে এসব নিয়ে মাথা না ঘামানোই
ভালো।
Cloud Storage কীভাবে Access করবেন?
সরাসরি ব্রাউজার থেকে ভিজিট করতে পারবেন অথবা মোবাইল এপ্লিকেশন বা কম্পিউটার
সফটওয়্যার থেকে Cloud Storage access নিতে পারবেন।
Cloud Storage কেন ব্যবহার করবেন?
আপনি ভাবতেই পারেন Hard Disk, PenDrive, MemoryCard থাকতে কেন Cloud storage
ব্যবহার করবেন! অবশ্যই Cloud storage এর সুবিধা আছে। সবসময়ে সব ধরনের ফাইল সাথে
নিয়ে ঘোরা সম্ভব নয়, কিন্তু Cloud ব্যবহারের মাধ্যমে আপনি যে প্রান্তেই থাকুন না
কেন আপনার ফাইল Access করতে পারবেন। আপনার Computer যদি Virous দ্বারা আক্রান্ত
হয় তবে Computer এ থাকা সকল ফাইল নষ্ট হয়ে যাবে কিন্তু Cloud এ রাখা ফাইল গুলো
বেঁচে যাবে। এ কারণেই গুরুত্বপূর্ণ ফাইল Cloud এ ব্যাকআপ রাখতে বলা হয়। আপনি
চাইলে বন্ধুদের সাথে ফাইল শেয়ারিং করতে পারবেন। এমন অনেক সুবিধা রয়েছে Cloud
storage ব্যবহারে।
আজকের এই পোষ্টের মাধ্যমে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব এমন কিছু Cloud Storage
এর সাথে যারা নির্দিষ্ট পরিমানে Storage ফ্রি দিয়ে থাকে।
- আপনার একটি Gmail Account থাকলেই আপনি Google Drive ব্যবহার করতে পারবেন। একটি Account এর বিপরিতে আপনি পাবেন 15GB Free Cloud Storage.
- Box Software বা Browser থেকে সরাসরি এই Cloud storage ব্যবহার করা যাবে। নতুন Account এর ক্ষত্রে Box আপনাকে দিচ্ছে 10GB Free Cloud Storage.
- Microsoft এর OneDrive দিচ্ছে 5GB Free Cloud Storage. এর জন্য আপনাকে Microsoft Account ক্রিয়েট করে নিতে হবে।
- জায়েন্ট প্রতিষ্ঠান Amazon এর একটি Service Amazon Drive. Amazon Drive নিউ ইউজার পাবেন 5GB Free Cloud Storage. আপনি যদি Amazon Prime Coustomer হন তবে আপনি পাবেন Unlimited photo storage সাথে 5GB storage তো থাকছেই।
- Dropbox এ Sign-up করলে পাবেন 2GB Free Cloud Storage. তবে Referrals এর মাধ্যমে Storage 18GB পর্যন্ত বাড়িয়ে নিতে পারবেন।
- Cloud এর দুনিয়ায় সব থেকে বেশি Cloud storage Free দিচ্ছে MEGA. একটি Gmail Accoount দিয়ে খুব সহজেই MEGA-তে Sign-up করা যায়। যেকোন Internet Browser অথবা Application এর মাধ্যমে MEGA access করা যায়। File hosting service ও প্রভাইড করে MEGA. Security system: End-to-End Encryption. MEGA দিচ্ছে 50GB FREE CLOUD STORAGE.
No comments